শিক্ষার্থীর শার্টের কলার চেপে-ধাক্কা দেয়ার অভিযোগ ভিক্টোরিয়ার অধ্যক্ষের বিরুদ্ধে
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৪ ২৩:১২ পি এম
কলেজ প্রতিনিধি।। শিক্ষার্থীর শার্টের কলার চেপে ধরার অভিযোগ উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে। এসময় ওই শিক্ষার্থীকে ধাক্কা দেয়ার ঘটনাও ঘটে। এ বিষয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীরা। বুধবার (১৩ নভেম্বর) বেলা ১১টায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ধর্মপুরের ডিগ্রি শাখার মাঠে এ ঘটনা ঘটে। এদিকে এই ঘটনাকে অভিভাবক হয়ে সন্তানদের শাসন করেছেন বলে দাবি করেছেন অধ্যক্ষ।
অভিযুক্ত শিক্ষক কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার ভূঁঞা। ওই শিক্ষার্থী কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. শাওন।
শিক্ষার্থী ও কলেজের সূত্রে জানা গেছে, বুধবার সকালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখার মাঠে খেলছিল শিক্ষার্থীরা। এসময় অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার ভূঁঞা শিক্ষার্থীদের বাধা দেন। কথা না শুনে শিক্ষার্থীরা তাদের খেলা অব্যাহত রাখছিলেন। এসময় শিক্ষার্থীদের সাথে তর্কে জরিয়ে পড়েন তিনি। এক পর্যায়ে তিনি গণিত বিভাগের শিক্ষার্থী শাওনকে কলার চেপে ধরে ধাক্কা দেন।
শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, যোগদানের পর থেকে তিনি শিক্ষার্থীরা যেনো অধ্যক্ষের কক্ষে না প্রবেশ করে, এমন ঘোষণা দেন। এছাড়াও বিগত সময়ের অপরাধের বিচার করার বিষয়ে কোন অগ্রগতি নেই তার। কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা লিখিতভাবে দাবি জানালেও কোন দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেননি তিনি।
ভুক্তভোগী শিক্ষার্থী গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. শাওন বলেন, মাঠে খেলার এক পর্যায় অধ্যক্ষ এসে বাধা দিলে আমরা বলছিলাম; কলেজ মাঠে না খেললে আমার আর কোথায় খেলবো? বিগত দিনে কলেজ প্রশাসন থেকে কোনো বাধা আসেনি। এ কথা বলাতে রাগে কলার চেপে ধরে ধাক্কা দেন তিনি।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার ভূঁঞা বলেন, ছেলেটা গোল কিপার ছিল। সে একটু মেজাজ দেখিয়েছে। মা-বাবা হিসাবে আমরা কি ইয়ে.... করতে পারি না? তাছাড়া তখন তাদের ক্লাস না থাকলেও অন্যদের ক্লাস ছিল। এভাবে ক্লাস চলাকালীন মাঠে খেলাধুলা করলে অন্যদের সমস্যা হয়। তাছাড়া ছেলেটাকে পরে ডেকে বিষয়টা সমাধান করেছি।
- অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলায় আহত জামায়াত নেতা কে দেখতে হাসপাতালে কাজী দ্বীন মোহাম্মদ
- ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সমাজকর্মীর করণীয় শীর্ষক কর্মশালা
- একটি ইজিবাইক ও অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী উদ্ধার করে বিজিবি ১০
- বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও আঞ্চলিক রাজনীতি নিয়ে বাইউস্টে সেমিনার
- নির্বাচন ঘিরে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ‘জরুরি নির্দেশনা’ দিলো মাউশি
- আওয়ামী লীগের নেতা থেকে হয়ে গেলেন জামায়াতের ওয়ার্ড আমির
- আওয়ামী লীগের মতই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ
- কুমিল্লা মেডিকেল কলেজে একাডেমিক কার্যক্রম স্থগিত করে সন্ধানীর ব্যানারে বিএনপির দলীয় কর্মসূচির অভিযোগ
- জমি নিয়ে বিরোধের জেরে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ
- জকসুতেও ছাত্রদলের ভরাডুবি, কীভাবে হজম করবেন তারেক রহমান?